চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন কাঁঠালবাগান এলাকায় সরকারি খাস পাহাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে জেলা প্রসাশন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ টা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তর এবং খুলশী থানা যৌথভাবে এই অভিযান শুরু করে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ মৌজার অভিযান চালিয়ে সরকারি খাস খতিয়ানে অবৈধভাবে পাহাড়ে কেটে স্থাপনা নির্মাণ করায় দুই জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে নিময়িত মামলার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাহাড়ে স্থাপনা নির্মাণ করায় তাদেরকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে ।
পূর্বকোণ/পিআর