চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নুর উদ্দিন রিফাত (২৪) বাকলিয়া থানাধীন কমিশনার পাড়ার নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, সকালে অভিযান চালিয়ে চোরাইমোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পিআর