আজিজুল ইসলাম চৌধুরী (৪৪) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ১০ বছর পর নগরী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিজুল ইসলাম রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার গোলাম আকবর চৌধুরীর ছেলে। র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে ১০ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/মাহমুদ