নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বাদুরতলা আরকান হাউজিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক মানবাধিকার কর্মী মো. এমরানের উদ্যোগে আরাকান সোসাইটিতে বিজয় দিবস উপলক্ষে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর হাসপাতালে সাবেক পরিচালক ডাক্তার মীর মো. শফিউল্লাহ। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ চৌধুরী মুন্না, সভাপতি সাইফুল ইসলাম, মোহাম্মদ সায়েম, লোটাস, কনক মাত্র রাশেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠানে ডাক্তার শফিউল্লাহ রক্তদানের উপকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উক্ত রক্তদান অনুষ্ঠানে স্বেচ্ছায় ৩৫ জন রক্ত প্রদান করেন। ডাক্তার শারমিন শিলার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।