চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের সমাজের প্রত্যেকটা স্থরের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখাতে হবে। হেলদি সিটি বা গ্রীন সিটির উদ্দেশ্য শুধু ড্রেন/ময়লা আবর্জনা পরিষ্কার নয়, মানুষের হৃদয় পরিষ্কার করা। সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবার মন মানসিকতা পরিষ্কার করে প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে সবার হৃদয় পরিষ্কার করার আহ্বান জানান।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর পিটিআই অডিটরিয়ামে সচেতন নাগরিক সমাজ আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে বলেন, তিনি চট্টগ্রামে মানুষের মাঝে যে পারস্পরিক ঐক্য দেখেছেন, তা সত্যি অনবদ্য। চট্টগ্রামের মানুষের সম্প্রীতির দৃষ্টান্ত যাতে দেশের মানুষের জন্য অনুকরণীয় হয়, চট্টগ্রামবাসীর প্রতি তিনি অনুরোধ জানান। চট্টগ্রামবাসীকে সম্প্রীতি বজায় রেখে জন্ম,বর্ণ, গোত্র নির্বিশেষ সবাইকে মানুষ হিসেবে পরিচয় দেয়ার গুরুত্বআরোপ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) কামাল উদ্দীনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নাছির উদ্দীন মুনিরী, সহকারী মহাসচিব জাফর আহমেদ, জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।
পূর্বকোণ/আরআর/পারভেজ