চট্টগ্রাম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএর দিনব্যাপী কর্মশালা

অনলাইন ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৬ অপরাহ্ণ

পেশাদার গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩২০ জন চালককে নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বিআরটিএ চট্টগ্রাম অফিসের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

 

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) কীর্তিমান চাকমা, বিআরটিসি ট্রাক ডিপো বায়েজিদ চট্টগ্রামের ম্যানেজার (অপারেশন)  মো. কামরুজ্জামান, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-২-এর মোটরযান পরিদর্শক পলাশ খীসা ও  মেহেদী হাসান এবং সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈম।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন