নগরীতে ঠান্ডার প্রকোপ বেড়েছে। কষ্ট পাচ্ছে খেটে খাওয়া মানুষ। এসব মানুষের উপকারে সামর্থ্য অনুয়ায়ী পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর ৮ নম্বর শুলকবহর বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।
মুহাম্মদ উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার শুরু থেকে মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ। বিগত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল কিন্তু আল্লাহর রাব্বুল আলামীন ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। ভারতের দালালেরা ভারতে পালিয়ে গিয়েছেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ, সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার। সভাপতিত্ব করেন সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন চৌধুরী, মোসলেহ উদ্দিন, সিবগাতুল্লাহ চৌধুরী আকাশ, রাজু, মঈন উদ্দিন প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ