চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মোবাইল-মানিব্যাগ ছাড়া কিছুই নেয়া যাবে না বিপিএল মিউজিক ফেস্টে

অনলাইন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৪ | ৮:৪১ অপরাহ্ণ

নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে মোবাইল-মানিব্যাগ ছাড়া কিছু নেয়া যাবে না  বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা সংক্রান্ত সমন্বয় সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

সভা শেষে জানানো হয়, মহিলাদের ভ্যানিটি ব্যাগ, লাঠি, পাথর, বোতল, বক্স, ইত্যাদি সাথে নিয়ে আসা যাবে না।

 

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আশফিকুজ্জামান আক্তার, উপ-পুলিশ কমিশনার (পরিবহন) মোহাম্মদ সালাম কবির ও উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেনসহ সিএমপি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট