চট্টগ্রামের বাকলিয়ায় মদিনা মসজিদের সামনের একটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় এই আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে লামার বাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সৃষ্টি। তবে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্ধারণ করা যায় নি।
পূর্বকোণ/এএইচ