চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

জামায়াত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করছে: অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বিগত ১৭ বছর দেশে জুলুম, শোষন, দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সততা, ন্যায় ও ইনসাফ ছাড়া ব্যক্তি পর্যায়ে এবং সমাজে শান্তি আসতে পারে না। জামায়াত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে।

 

বুধবার (২৫ ডিসেম্বর) ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড আমীর ডা. মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোছাইন, সাবেক ছাত্রনেতা ও থানা সহকারী সেক্রেটারি আ. ন. ম. জোবায়ের, এনায়েতবাজার ওয়ার্ড নায়েবে আমীর আনোয়ারুল হক, সেক্রেটারি মুহাম্মদ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শওকত আলী, বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর আলম টিপু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আশরাফুদদীন আহমদ জোবায়ের প্রমুখ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট