চট্টগ্রামের সাগরিকা এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে কাস্টম একাডেমির পেছনে ধুপপোল ব্রিজ সংলগ্ন খালের পাড় থেকে এসব উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি খালের পাড় থেকে দুটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ