চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যাগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী শ্রী শ্রী পার্বতী সুহৃদ মাতার তিরোধান দিবস। সোমবার (২৩ ডিসেম্বর) বলুয়ারদীঘি পাড় অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদ কার্যালয়ে উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দের সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সমাজসেবক দয়াল সামন্ত, দেবব্রত পাল দেবু, সহ-সভাপতি তাপস কুমার নন্দী, সহ-সভাপতি পলাশ চৌধুরী, সহ সভাপতি রতন আচার্য, দীপক চৌধুরী কালু, প্রকৌশলী হারাধন আচার্য, হরিপদ দাশ, যুগ্ম সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, উজ্জ্বল পাল চৌধুরী, অপু চৌধুরী আকাশ, অর্থ সম্পাদক সুজন দাশ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী বিল্লু, প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, দপ্তর সম্পাদক সুব্রত আইচ, আপ্যায়ন সম্পাদক জীবন মিত্র রাজ, সদস্য বিক্রম দাশ।
সভায় বক্তারা আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী পার্বতী সুহৃদ মাতার তিরোধান উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন । ১ম দিবসে উৎসবের ধর্মসম্মেলনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ