জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা বলেছেন, “স্বচ্ছ, জবাবদিহিতামূলক, জনমুখী, নিরপেক্ষ ও দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার জন্য এ কমিশন গঠন করা হয়েছে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জনপ্রশাসনকে সুন্দর কাঠামোর ওপর দাঁড় করানো সকলের দায়িত্ব। জনগণের কিভাবে উন্নয়ন হবে; সেটার জন্যই কাজ করবে জনপ্রশাসন। সরকারের উদ্দেশ্য জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা।”
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে চট্টগ্রাম জেলার গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমদ, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, ড. মো. হাফিজুর রহমান ভূঁইঞা, মেহেদী হাসান প্রমুখ।
মতামত দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি’র আইন অনুষদের অধ্যাপক এবিএম আবু নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, মানবাধিকার সংগঠক জেসমিন সুলতানা পারু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ প্রমুখ।
পূর্বকোণ/আরআর/পারভেজ