চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী মিঠুন চক্রবর্ত্তীকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিঠুন চক্রবর্ত্তী নগরীর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ফেনীর সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইনসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন।
তিনি জানান, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন দুপুরে ষোলশহরের চিটাগাং শপিং কমপ্লক্সের সামনে মিঠুন তার সহযোগীদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালায়। এছাড়া ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন মিঠুন নিজে অস্ত্র হাতে গুলি করছে এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। মিঠুন কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দধলদার, টেন্ডারবাজ ও সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী।
পূর্বকোণ/পিআর