নগরীর দুই নম্বর গেইট এলাকায় রেল লাইনে উঠে পড়া একটি টেম্পোকে ধাক্কা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। এতে কোনো হতাহত হয়নি। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে দুই নম্বর গেইট এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি পুলিশ পরিদর্শক এসএম শহীদুল ইসলাম বলেন, রেল লাইনে উঠে যাওয়া একটি টেম্পোকে শাটল ট্রেন ধাক্কা দেয়। টেম্পোটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো হতাহত হয়নি। এখন ট্রেন ও গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ