চট্টগ্রাম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিজয় দিবস উপলক্ষে আকবরশাহ থানা যুবদলের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৪ | ১১:০০ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের আকবরশাহ থানা যুবদলের আয়োজনে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বেশ কয়েকটি সড়ক পদক্ষিণ করে। পরে আকবরশাহ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুল আলম ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর যুবদলের সংগঠক আবুজাফর মোহাম্মদ ছাদেক, চট্টগ্রাম মহানগরীর জিয়া মঞ্চের যুগ্ম সম্পাদক মো. সানজিদ, মহানগর আকবরশাহ থানা সাবেক যুবদলের সংগঠক সাবউদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপি সংগঠক সফিউল্যা সফি, মো. রহিম, মো. ইমতিয়াজ, মেহরাজ, করিম, সোলেমান, জসিম, নুর ইসলাম,শরীফ, সিজান, বাবু, মনির, ধনু বড়ুয়া, রুবেল,সুজনসহ এলাকার যুবদলের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম ফেরদৌস বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। এই দেশ স্বাধীন না হলে আমরা মাথা তুলে দাড়াতে পারতাম না তাই শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন তা পেয়েছি। সকল শহীদ দের প্রতি রইল শ্রদ্ধা ও সম্মান।

পূর্বকোণ/এমটি/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট