চট্টগ্রামের আনন্দবাজার চান্দারপাড়ায় আলোচিত জসিম উদ্দিন হত্যাকাণ্ডের মূলহোতা নেজাম উদ্দিন দিপু (২৫) ও তার সহযোগী সিয়াম (২৫)-কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নেজাম উদ্দিম দিপু ও সহযোগী সিমায়কে বন্দর থানাধীন চান্দারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর এলাকার আনন্দবাজার ময়লার ডিপুতে জবাই করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনকে (২৪) জবাই করে হত্যা করার ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করেন তার বড়ভাই আবদুর রহিম। এতে ১৩ জনকে আসামি করা হয়েছে।
বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সোলতান আহসান উদ্দিন বলেন, জসিম হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, বন্দর থানাধীন আনন্দবাজার চান্দারপাড়া সিটি করপোরেশনের ময়লার ডিপোতে ডাম্পিংকরা বাসা-বাড়ির বর্জ্য, মেয়াদোত্তীর্ণ পঁচা-বাসি খাবার, নষ্ট ফলমূল ও বোতল কুড়ানো ও বেচা-কেনা সংক্রান্ত ব্যাবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পূর্বকোণ/আরআর/এএইচ