চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খুলশীতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৪ | ১:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন রেলওয়ে কলোনি থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব। তিনি বলেন, একটি মরদেহ পাওয়া গেছে। এখনও নাম পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্ট শনাক্তের জন্য পুলিশের ফরেনসিক টিম কাজ করছে। পরিচয় পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

 

স্থানীয়দের বরাতে তিনি আরো বলেন, ‘এখানে পাশেই রেললাইন রয়েছে। আর রেললাইনের অদূরে একটি ১৯ নম্বর পরিত্যক্ত ভবন রয়েছে। সেখানেই এই যুবকসহ কয়েকজন থাকতো। নেশা করে তারা রাতে রেললাইনে ঘুমায় আবার সকালে চলে যায়। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট