চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৪ | ১২:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামে ১৯ মামলার আসামি মো. আমির হোসেন প্রকাশ জীবনকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার আমির হোসেন হালিশহর থানাধীন ঈদঁগা বড়পুকুর পাড় এলাকার মো. আবুল হোসেনের ছেলে। 

 

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় সীতাকুণ্ড থানাধীন ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডের ফকিরহাট এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আমির হোসেন প্রকাশ জীবনকে গ্রেপ্তার করা হয়। হালিশহর থানার মাদক মামলায় দীর্ঘ ৮ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং ডাকাতিসহ ১৯টি মামলা রয়েছে। তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট