নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।
বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম উদ্যোগে দিবসটি পালিত হয়।
সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের নেতৃত্ব চট্টগ্রাম সার্কিট হাউজে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাহেন্দ্র চাকমা।
বিশেষ অতিথি ছিলেন নিয়াজ। আলোচনা শেষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ক্ষতিগ্রস্ত বুলগেরিয়াফেরত ফারুক ইসলাম খানেক ২ লাখ ৫২ হাজার ৬০০ টাকার সহায়তার চেক প্রদান করা হয়। এরপর প্রবাসী ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তি চেক হস্তান্তর করা হয়। নিরাপদ অভিবাসন সেক্টরের কাজ করার স্বীকৃতি স্বরূপ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
পূর্বকোণ/এএইচ