চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে জবাই করে হত্যা!

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪ | ১২:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে জসিম উদ্দিন নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, জসিম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান। তিনি বলেন, ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করার ফলে ওই যুবকের শাসনালি কেটে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়েছে। এই মামলার প্রস্তুতি চলছে।

 

পরিবারের অভিযোগ- জসিম বিএনপির রাজনীতি সাথে সম্পৃক্ত থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

 

এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, ছাত্র আন্দোলনে সক্রিয় একজন কর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট