চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা : বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১০ আসামি

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪ | ১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলার ১০ জনকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতোয়ালী থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ ডিসেম্বর) এ আদেশ দেন চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত।

 

আসামিরা হলেন- চন্দন দাস, আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, দুর্লভ দাস, সুমিত দাস ও সনু দাস।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তার দেখানো সবাই আলিফ হত্যা মামলার আসামি। গত ২৯ ডিসেম্বর হত্যা মামলাটি কোতোয়ালি থানায় রেকর্ড হয়। একইদিন আলিফের ভাই খানে আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেছিলেন। যেটিতে সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট