মোবাইলে প্রেমের অভিনয় করে বিদেশ ফেরত প্রেমিকার লাগেজভর্তি মালামাল বিমানবন্দর থেকে নিয়ে সুকৌশলে চম্পট দেওয়া প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ওই যুবকের নাম সাদ্দাম হোসেন (২৮)। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার বুলিয়া পাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় ভাড়া বাসার বাসিন্দা। এসময় তার কাছে থেকে কম্বল, ৪টি ঘড়ি, সাবান, শ্যাম্পু, পারফিউম, মোবাইল এবং লাগেজসহ ২০ ধরনের মালামাল উদ্ধার করা হয়।
পূর্বকোণ/আরআর