চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৫২টি তাস ও ৮৫০ টাকা (জুয়ার সরঞ্জাম) উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-মোহাম্মদ (২৭), রুবেল মিয়া (২৫), মো. মেহেদী হাসান নাজির (২২), প্রিয়তোষ সরকার (২২), মো. জিতু মিয়া (৩২) ও মো. টিপু (২৫)।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত বহদ্দারট বাস টার্মিনালস্থ ইদ্রিস বড় মিয়ার কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি জানান, গতকাল রাতে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়েছে।
পূর্বকোণ/পিআর