মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে বিনামূল্যে হেপাটাইটিস বি রক্ত পরীক্ষা করালো লিভার কেয়ার সোসাইটি।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় লিভার কেয়ার সোসাইটি, লিও ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন ও প্রভাতী সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষের মাঝে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ পরিমাপ ও হেপাটাইটিস বি শনাক্তকরণ পরীক্ষা করা হয়।
চট্টগ্রাম লায়ন্স ক্লাবের জোন চেয়ারপার্সন মি. ফজলে করিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে লিভার কেয়ার সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের লিভার বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, সুস্থ ও হেপাটাইটিস মুক্ত শরীর গঠনে খাদ্যভ্যাস এবং জীবনধারা পরিবর্তন করতে হবে এবং ২০৩০ সালের মধ্যে বিশ্ব হতে হেপাটাইটিস নির্মূলে সবাইকে সচেতন হতে হবে।
পূর্বকোণ/পিআর