শুভ উদ্বোধন হয়ে গেলো আলহাজ্ব শামসুল হক (অ্যাশ) ফাউন্ডেশন ইউকে শাখা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রফেসর ড. আ.ফ.ম. খালিদ হোসাইন প্রধান অতিথি হিসেবে গতকাল (১৩ ডিসেম্বর) লন্ডনের ফরেস্ট গেটস্থ স্থানীয় আইভিওয়াই কনফারেন্সে রাত ৮টায় এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ড. আ.ফ.ম. খালিদ হোসাইন বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। আগামীতেও দেশে-বিদেশে ফাউন্ডেশনের যাবতীয় মানবিক কর্মসূচিতে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক শিক্ষাবিদ, স্কলার ও ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা শায়খ মাহমুদুল হাসান ও আন্তর্জাতিক দায়ী শায়খ আবদুর রহমান মাদানী।
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীসহ বিভিন্ন জেলার লন্ডনের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে আগামীতে অ্যাশ ফাউন্ডেশনের নতুন অগ্রযাত্রায় নিজেরা সাথে থেকে আন্তরিক সহযোগিতার স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশ করেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ