চট্টগ্রাম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পাহাড়তলীতে দু’গ্রুপের সংঘর্ষ, বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৪ | ৪:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (যুক্তরাষ্ট্রে প্রস্ততকৃত), একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-মোহাম্মদ আলী (২৪) ও মো. সুজন (২৪)।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় পূর্বের টাকা লেনদেন ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহড়তলীর জাবেদ গ্রুপ ও হালিশহরের মোহাম্মদ আলী নামে দু’গ্রুপের প্রায় ৪০ থেকে ৫০ জন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি দেখেই তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এসময় দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (যুক্তরাষ্ট্রে প্রস্ততকৃত), একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট