চট্টগ্রাম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদদাতা 

১৪ ডিসেম্বর, ২০২৪ | ২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামে ৭১ কেজি গাঁজা ও এক বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শুক্রবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার ফেনী ফতেহপুর ও নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের মনির উদ্দিন (২৪), মো. ভুট্টো (১৯), নগরীর বায়েজিদ এলাকার মো. সুমন (২৭), মো. মহিন প্রকাশ কালু (৩০) এবং সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকার মো. শরিফুল ইসলাম সুমন (৩০)।

র‍্যাব জানায়, ফেনীর ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজা ও এক বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার মাদকের মূল্য সাড়ে ৬ লাখ টাকা। উদ্ধার মাদক ও গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট