চট্টগ্রাম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চান্দগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৪ | ১:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকালে চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-চান্দগাঁও থানাধীন মৌলভী পাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে আবদুল মাবুদ (৫৩), বাড়ইপাড়ার আবুল কালাম আজাদের ছেলে আঁখি আকতার লিজা, আবদুল মোতালেবের মেয়ে সাজেদা আক্তার (৩৫), একই থানার খলিফা পাড়ার বশির আহমদের মেয়ে রোজি আকতার (৪৪) ও বাদামতল এলাকার মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ মাসুম (১৬), পশ্চিম মোহরা এলাকার জহির আহম্মদের ছেলে মো. হাবিব (৩০)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, আজ বুধবার সকালে চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট