চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

২০৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা

অনলাইন ডেস্ক

৯ ডিসেম্বর, ২০২৪ | ৭:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় ২০৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। মামলায় নগরীর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন এবং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীসহ ৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কোতয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

রবিবার (৯ ডিসেম্বর) বিচারক হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেন চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহবাদ এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. শিবলী নোমান।

 

মামলার এজাহারে বলা হয়, মামলার বাদী মো. শিবলী নোমান ছাত্র-জনতার পক্ষে গত ৪ আগস্ট নগরীর কোতয়ালি মোড়ে আন্দোলনে অংশ নেন। শাহ আমানত মার্কেটের সামনে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জড়িতরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ ও শ্রমিক লীগসহ এলাকার সন্ত্রাসী বলে মামলায় উল্লেখ করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট