চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পাহাড়তলীতে ৩১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর, ২০২৪ | ৪:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়াতলী থানা এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশ।

 

গ্রেপ্তার মো. নাছির প্রকাশ নাজিম উদ্দিন (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দারনগর এলাকার বাসিন্দা।

 

রবিবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টায় গ্রিনভিউ আবাসিক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়াতলী থানাধীন গ্রিনভিউ আবাসিক রোড এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. নাছির প্রকাশ নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আসামি ৩১ বছর ডাকাতির করার পর ৩১ বছর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট