চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় তালাবদ্ধ ঘর থেকে নাছিমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী মো. নাছিরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে স্বামী নাছির।
রবিবার (৮ ডিসেম্বর) রাতে আনোয়ারা উপজেলার গুণদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন কাঁচাবাজার মোড়ের একটি ঘরে দুর্গন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তালাবদ্ধ ঘরটি ভেঙে ভেতর থেকে নাছিমা আক্তার নামে ওই নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারা থেকে স্বামী নাছিরকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে নাছির জানায়, পারিবারিক কলহের জেরে গত ২ ডিসেম্বর রাত ১১টায় তার স্ত্রীকে হত্যা করে ঘরে তালা দিয়ে গ্রামের বাড়ি আনোয়ারায় লুকিয়ে ছিল। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় হত্যা মামলা রুজু হয়েছে।
পূর্বকোণ/পিআর