চট্টগ্রাম নগরীর আট সরকারি মাধ্যমিক বিদ্যালয় পাচ্ছে নতুন ভবন। এসব বিদ্যালয়ের দু’টি ভবন হবে ১০ তলা এবং বাকি ছয়টি ভবন হবে ৬ তলা করে। ইতোমধ্যে চারটি ভবনের টেন্ডার প্রক্রিয়া শেষে দু’টি ভবনের নির্মাণ কাজও শুরু হয়েছে। আর বাকি চারটি ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করেছে শিক্ষা প্রকৌশল চট্টগ্রাম। আগামী দুই বছরের মধ্যে এই ভবনগুলো নির্মাণের কথা রয়েছে।
অন্যদিকে, যথাসময়ে জায়গা না পাওয়ায় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনটি বাতিল হয়ে গেছে বলে জানা যায়। এসব ভবন নির্মাণ হলে সরকারি স্কুলের শ্রেণি কক্ষের আসন সংকট অনেকাংশে কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা প্রকৌশল চট্টগ্রাম সূত্রে জানা যায়, সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বিগত সরকারের গৃহীত মেগা প্রকল্পের আওতায় জেলা-উপজেলা পর্যায়ের সরকারি মাধ্যমিক স্কুলে একটি করে ৬ তলা এবং বিভাগীয় সদর (মহানগর) এলাকার স্কুলে একটি করে দশতলা নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। এই প্রকল্পের অধীনে চট্টগ্রাম মহানগরের ৯টি সরকারি স্কুলে একটি করে নতুন ভবন নির্মাণের সিন্ধান্ত হয়।
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নাসিরাবাদ সরকারি বিদ্যালয়ে একটি করে ১০তলা ভবন এবং বাকি সাতটি বিদ্যালয়ে ছয় তলা করে ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে যথাসময়ে জায়গা না পাওয়ায় ওই স্কুলের নতুন ভবনের বরাদ্দ বাতিল হয়ে যায়। আটটি বিদ্যালয়ের নতুন ভবনের মধ্যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও সিটি গার্লস সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়া, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের জায়গাটি পাহাড়ের পাদদেশে হওয়ায় ভবনের নকশা পরিবর্তন করে স্পেশাল ডিজাইনের জন্য পাঠানো হয়। মুসলিম হাইস্কুলের পুরাতন ভবন ভেঙে নতুন ভবনের কাজ শুরু করতে হবে। বাকি চারটি ভবন নির্মাণে টেন্ডার কার্যক্রম চলমান রয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে শিক্ষা প্রকৌশল চট্টগ্রামের সহকারী প্রকৌশলী খায়রুল হাসান খান বলেন, এই প্রকল্পে প্রথমে চট্টগ্রাম শহরের নয়টি সরকারি বিদ্যালয় থাকলেও পরবর্তীতে ভূমি জটিলতায় চট্টগ্রাম সরকারি বিদ্যালয়ের নতুন ভবন প্রকল্প বাতিল হয়ে যায়। এটি ছাড়া বাকি আটটি স্কুলের মধ্যে চারটির টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে কাজ শুরু হয়েছে। বাকি চারটি বিদ্যালয়ের টেন্ডার প্রক্রিয়াধীন।
যে আটটি বিদ্যালয় পাচ্ছে নতুন ভবন:
চট্টগ্রাম মহানগরীর ৮টি সরকারি স্কুল নতুন অবকাঠামো নির্মাণে মেগা প্রকল্পের আওতাভুক্ত রয়েছে। এরমধ্যে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে দশ তলা করে ভবন নির্মিত হবে। বাকি ৬টি স্কুলে নির্মিত হবে ৬ তলা ভবন। এই ৬ স্কুলের মধ্যে রয়েছে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি কলজিয়েট স্কুল, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়। এই মেগা প্রকল্পে রয়েছে ৩২০টি সরকারি মাধ্যমিক স্কুলের অবকাঠামো উন্নয়নের বড় প্রকল্পও। এর আওতায় প্রত্যেক সরকারি মাধ্যমিক স্কুলে নতুন করে একটি ৬ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করে প্রকল্পের ডিপিপি এবং ডিজাইন চূড়ান্ত করা হয়। ২০১৮ সালের ১৮ মে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতেও (একনেকে) পাস করা হয়। তবে পরবর্তীতে মেট্রোপলিটন এলাকার সরকারি স্কুলগুলোতে ৬ তলার পরিবর্তে দশ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। ডিপিপিতে প্রকল্প ব্যয় নির্ধারণ হয়েছে ৪ হাজার ৩৪২ কোটি টাকা। শুরুতে এ প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয় ২০২১ সালের জুন পর্যন্ত। সংশোধিত ডিপিপিতে প্রকল্প বাস্তবায়নের সময় ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
যা যা থাকছে নতুন ভবনে:
প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, দশতলা ভবনে দুটি লিফট এবং দুটি সিঁড়িসহ প্রতিটি ভবনে টানা বারান্দা, ছেলে ও মেয়েদের জন্য পৃথক টয়লেট, সুপেয় পানি সরবরাহ, মেয়েদের জন্য পৃথক কমন রুম, শিক্ষকদের জন্য একটি কক্ষ, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, ইন্টারনেট সুবিধাসহ স্মার্ট ক্লাসরুম থাকবে। তাছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হবে প্রকল্পভুক্ত সব স্কুলে। জানতে চাইলে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান বলেন, নতুন ১০ তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা আধুনিক সব সুযোগ-সুবিধা পাবে। ইন্ডোর গেইম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, হল রুম ও লাইব্রেরিসহ সব সুযোগ-সুবিধা থাকবে। সরকারি বিদ্যালয়ে শ্রেণিকক্ষের যে সংকট তাও দূর হবে।
পূর্বকোণ/ইব