চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৮ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দামকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দার সাদ্দাম আলী হবিগঞ্জ জেলার বাহুবলী থানার মিরপুর ইউপির জয়পুর এলাকার মো. কদর আলীর ছেলে।

 

শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দগাঁও থানার মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুর ইসলাম। তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম মোহরা এলাকা থেকে চান্দগাঁও থানার মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলেন হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট