চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাড়ই পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো –মো. আবু কাউছার (৩১), মো. মামুন (২৩), মো. ইসমাইল (৪২) এবং মো. ফয়সাল (৩২)। তাদের বাড়ি চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নগদ তিন হাজার ২০০ টাকাসহ ১০৪টি জুয়া খেলার তাস জব্দ করা হয়। একইসাথে জুয়া খেলার অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর