সিএমপিতে “ছিন্নমূল শিশু ও কিশোর অপরাধ প্রতিরোধ ও প্রতিকার” বিষয়ক দিনব্যাপী সেমিনার আয়োজন করা হয়। বুধাবার (৪ ডিস্মেবর) চট্টগ্রাম মহানগরীর দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মেট্রোপলিটন শুটিং ক্লাবে এই আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ ।
উপস্থিত বক্তাগণ ছিন্নমূল শিশুদের পুনর্বাসন ও কিশোর অপরাধ দমনে তাদের মূল্যবান মতামত প্রদান করেন যা ছিন্নমূল শিশু-কিশোরদের অপরাধ প্রতিরোধে সহায়ক হবে। সেমিনারে সিএমপি কমিশনার ছিন্নমূল শিশু কিশোর অপরাধীদের সম্ভাব্য অপরাধী (Potential criminal) না ভেবে কীভাবে সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করা যায় তা নিয়ে সেমিনারে অংশগ্রহনকারী সমাজসেবা অধিদপ্তর, এনজিও, সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও পুলিশ অফিসারদের কাজ করার আহ্বান জানান। ইউনিসেফ চট্টগ্রাম বিভাগীয় প্রধান জনাব মাধুরী ব্যানার্জী অভিভাবকদের এমন কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান যা শিশু-কিশোরদের পরিবার ও সমাজ থেকে বিছিন্ন করে দেয়। অন্যথায় ছিন্নমূল শিশু-কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে বলে তিনি জানান।
পূর্বকোণ/আরআর/পারভেজ