চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আউটার স্টেডিয়াম নয় বিজয় মেলা হবে সিআরবিতে

স্পোর্টস ডেস্ক

৪ ডিসেম্বর, ২০২৪ | ১২:১৮ অপরাহ্ণ

অবশেষে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বন্ধ হয়েছে মেলার আয়োজন। ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ শিরোনামের বিজয় মেলা সিআরবিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামের খেলোয়াড় এবং শিশু-কিশোরদের ক্রীড়া চর্চার বিষয়টি বিবেচনায় নিয়ে খেলার মাঠে মেলা নয় বলে সিদ্ধান্ত জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

 

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম জানান, খেলাধুলার ঐতিহ্যবাহী স্থান এবং কৃতি খেলোয়াড় তৈরির আঁতুরঘর চট্টগ্রাম আউটার স্টেডিয়াম। এ মাঠে অনুশীলন করে দেশসেরা ক্রিকেটার সৃষ্টি হয়েছে। এ মাঠের ক্রিকেটাররা বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন। চট্টগ্রাম জেলা প্রশাসন এ মাঠের সেই সুনামের ধারাবাহিকতা রাখতে চায়। সে কারণে আউটার স্টেডিয়াম থেকে অনুষ্ঠিতব্য বিজয়মেলা অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

এর আগে আউটার স্টেডিয়াম মাঠে সাত দিনব্যাপী বিজয়মেলা উদযাপনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। সেই লক্ষ্যে মেলার দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইএ এসোসিয়েটস মেলাতে স্টল নির্মাণের কাজও প্রায় শেষ করে এনেছিল। এরই মধ্যে জেলা প্রশাসনের প্রশংসনীয় সিদ্ধান্তে খেলার মাঠ থেকে মেলার আয়োজন সরে যাচ্ছে।

 

মেলা সরানোর সিদ্ধান্ত স্বাগত জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে এমনিতেই খেলার মাঠ নেই। তারপর যদি এ মাঠ মেলার জন্য ব্যবহার করা হয় বিষয়টি আত্মঘাতী হবে। কাজীর দেউড়ি মাঠ থেকে বিজয় মেলা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান তিনি।

 

আউটার স্টেডিয়াম থেকে মেলা সরানোয় জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থপতি আশিক ইমরান বলেন, কাজীর দেউড়ি মাঠকে খেলার উপযোগী করে গড়ে তুলতে অনেক বেগ পেতে হয়েছিল। চট্টগ্রামে খেলার উপযোগী মাঠ নাই। গত বছর জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছিল এই মাঠকে দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উপযুক্ত একটি জায়গা করে দিবেন।

 

সে পরিকল্পনাতেই কাজ হচ্ছিল। চলতি ডিসেম্বরে এই মাঠে খেলার নানান ইভেন্ট আয়োজনের কথা ছিল। এই মাঠে আবার যদি মেলা শুরু হয়, পুরো মাঠটাই নষ্ট হয়ে যাবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট