চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

৩ ডিসেম্বর, ২০২৪ | ৭:১৯ অপরাহ্ণ

নগরের খুলশী থানা এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় নজরদারির বৃদ্ধি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে থেকে নগরের খুলশী ভারতের সহকারী হাইকমিশন ও নগরের ২ নম্বর গেইট ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

প্রসঙ্গত, গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট