জমকালো আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজনেস ফেস্ট ৩.০ ও বিদায় অনুষ্ঠান।
সাউদার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন আয়োজিত ফেস্টে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল- বিজনেস প্ল্যান আইডিয়া, কুইজ প্রতিযোগিতা, ভিডিও ডকুমেন্টারি প্রতিযোগিতা, ফেয়ারওয়েল প্রোগ্রাম, বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শনী, বায়োস্কোপ, রাইড, ব্যান্ড সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
সোমবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত এ ফেস্টে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও শিল্পপতি খলিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম, অধ্যাপক ড. ইসরাত জাহান, মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ট্যালেন্ট ম্যানেজমেন্টের ফাউন্ডার এন্ড সিইও নোমান বিন জহির উদ্দিন, হেড অব এইচআর এন্ড এডমিন, একে খান এন্ড কোম্পানির একে এম মারুফ হক, বিএসআরএম গ্রুপের হেড অব সেলস এন্ড মার্কেটিং মো. ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, সানমার প্রপার্টিজের সিনিয়র জেনারেল ম্যানেজার (রিজিওনাল সেলস) নাজিউল ইসলাম শামীম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, পড়ালেখার কোনো বয়স নেই, প্রতিনিয়ত মানুষ শিক্ষণ প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। প্রতিযোগিতার বিশ্বে যে যত বেশি জানবে সে এগিয়ে থাকবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহঃশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে কারণ মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা ও বিনোদনের প্রয়োজনীয়তা রয়েছে। আশাকরি সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের মেধা ও অর্জিত জ্ঞানের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছে যাবে। বিদায়ী ও অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা।
ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত বিজনেস ফেস্ট-৩.০ প্রোগ্রামের সহযোগিতায় ছিল সানমার, বিএসআরএম, সিন্দবাদ, কোকাকোলা, পোলার, ক্যাচিক্লাউড, ড্রোনবাবা, মেজ্জাইন্নে হানাফিনা, এএন নুর ক্লথিং, ব্রাইট ওয়িংস, নাহার এগ্রো, এমা কফি ও নূর অটোমোবাইলস প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে উপস্থিত সকলে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
পূর্বকোণ/এএইচ