নগরের জিইসি কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ১৪তম ফার্নিচার মেলা। এবারের মেলায় অংশ নিচ্ছে ২৮টি প্রতিষ্ঠান।
বুধবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল দশটা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শনের পাশাপাশি বিশেষ ছাড়ে পছন্দের আসবাবপত্র কিনতে পারবেন।
গতকাল সোমবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহ্বায়ক মো. নুরুল আজম খান। তিনি বলেন, ৪ ডিসেম্বর বেলা ১২টায় ১৪তম চট্টগ্রাম ফার্নিচার মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এছাড়াও উদ্বোধন হিসেবে থাকবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, চট্টগ্রাম বিভাগের সদস্য সাবেক সভাপতি সৈয়দ এ এস এম নূরউদ্দীন।
লিখিত বক্তব্যে নুরুল আজম খান আরও বলেন, ফার্নিচার শিল্পের বিকাশে এ মেলার গুরুত্ব রয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা মেলা আয়োজনের মূল লক্ষ্য। ফার্নিচার শিল্পে সরকার যদি পৃষ্ঠপোষকতা করে তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ফার্নিচার মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন চৌদুরী দুলাল, সাবেক সভাপতি সৈয়দ এএসএম নূরউদ্দীন, মেলা কমিটির সদস্য সচিব মো. ইকবাল ও চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দিন প্রমুখ।
পূর্বকোণ/ইব