চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ভেঙে দেওয়া হচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি

মোহাম্মদ আলী

৩ ডিসেম্বর, ২০২৪ | ১১:০৮ পূর্বাহ্ণ

নগরীর ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড বিএনপি কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। আজ (৩ ডিসেম্বর) নগর বিএনপির সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ এটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

 

বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ দৈনিক পূর্বকোণকে বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার (আজ) নগরীর ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড বিএনপি কমিটি ভেঙ্গে দেওয়া হবে। এরপর খুব সহসা থানা ও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে। পরে ওই আহ্বায়ক কমিটি সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

 

জানতে চাইলে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা দৈনিক পূর্বকোণকে বলেন, চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৫ থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড রয়েছে। এসব থানা ও ওয়ার্ডে বিএনপি কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। নিয়মিত কমিটি গঠন করার লক্ষ্যে বর্তমান কমিটি ভেঙ্গে দেওয়া হবে।

 

বিএনপি সূত্র জানায়, ২০১৭ সালের ১০ জুলাই ২৭৫ সদস্যের মহানগর বিএনপি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর তৎকালীন সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নগর বিএনপির ১৪ থানা ও ৩৮টি ওয়ার্ড কমিটি গঠন করেন। ওই কমিটি শুধুমাত্র খুলশী থানা ও ৫টি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

 

কমিটি গঠন করতে না পারা ওয়ার্ডগুলো হচ্ছে- নগরীর ২১ নং জামাল খান ওয়ার্ড, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড এবং ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড। এ ওয়ার্ডগুলোতে আগের আহ্বায়ক কমিটি দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে।

 

সূত্র আরো জানায়, ভেঙ্গে দেওয়া থানা ও ওয়ার্ড বিএনপি কমিটিগুলো সহসা আহ্বায়ক কমিটি ঘোষণা করতে জোর তৎপরতা চালাবে নগর বিএনপি। একইভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরো জোরালো করা ছাড়াও নেতৃত্ব বাছাই করা হবে। ইতোমধ্যে নতুন কমিটির নেতৃত্বে আসতে তৎপর হয়ে ওঠেছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট