চট্টগ্রাম সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ছবি: শরীফ চৌধুরী

আগরতলার উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৩ অপরাহ্ণ

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

 

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মিছিল চলছে।

 

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

 

এ সময় গুজরাট না চট্রলা, চট্রলা চট্রলা; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; চলবে না চলবে না ভারতীয় আগ্রাসন, লড়াই লড়াই চাই লড়াই করে বাচঁতে চাই ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

 

বিক্ষোভ সমাবেশ থেকে হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, তানভীর শরীফ, সিয়াম ইলাহি প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট