চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় ৮ জন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ৮ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে আসামিদের বিকেল পৌনে চারটার দিকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে প্রবেশ মুখে থেকে আদালতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ