চট্টগ্রাম সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

একটি আসনের বিপরীতে আবেদন ৬২টির বেশি

ইমরান বিন ছবুর

২ ডিসেম্বর, ২০২৪ | ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ১০ সরকারি বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৩৬টি। এই ১০ সরকারি বিদ্যালয়ে শূন্য আসন সংখ্যা হচ্ছে ২ হাজার ২৩৬টি। অর্থাৎ একটি আসনের জন্য গড়ে আবেদন জমা পড়েছে প্রায় ৬২টিরও বেশি। গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এসব আবেদন জমা পড়েছে। আগামী ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক সিম ব্যবহার করে এই ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা যায়।

এবার সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে পঞ্চম শ্রেণিতে। সেখানে ১ হাজার ৪৬১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮০ হাজার ১২৮টি। অর্থাৎ পঞ্চম শ্রেণিতে প্রতিটি আসনের বিপরীতে ৫৫টি আবেদন জমা পড়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোন বিদ্যালয়ে কত আবেদন :

ভর্তির জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গভ. মুসলিম হাইস্কুলে। সেখানে পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে ৩২৬ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এই তিন শ্রেণিতে ২২৬টি আসনের বিপরীতে ২২ হাজার ৭৬৩টি আবেদন জমা পড়েছে। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে আবেদন জমা পড়েছে ২০ হাজার ২৫৯টি। সেখানে দুই শ্রেণিতে আসন সংখ্যা ২১৬টি। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও নবম শ্রেণির ৩২৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৯ হাজার ৫৩৫টি। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ২১৭টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৮ হাজার ৪৩২টি।

 

একইভাবে, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এই তিন শ্রেণিতে ২৬৮টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৫ হাজার ৪টি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণিতে ২১৭টি শূন্য আসনের বিপরীতে ১০ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ২৩৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ হাজার ১৪৮টি। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে শুধুমাত্র পঞ্চম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি করানো হবে। সেখানে ২১৮টি আসনের বিপরীতে ৯ হাজার ১২২টি আবেদন জমা পড়েছে। হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ হাজার ৭৯টি। চট্টগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণিতে ১০১টি শূন্য আসনের বিপরীতে আবেদন গ্রহণ করা হয়েছে। সেখানে ৬ হাজার ২২৭টি আবেদন জমা পড়েছে।

 

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন বলেন, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর ১০ সরকারি বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে ১ লাখ ৩৮ হাজার ৯৩৬টি আবেদন জমা পড়েছে। এই ১০ সরকারি বিদ্যালয়ে শূন্য আসন সংখ্যা হচ্ছে ২ হাজার ২৩৬টি। আগামী ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট