চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

৯ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা

গৃহস্থালী সামগ্রীর নামে এলো বিদেশি সিগারেট

অনলাইন ডেস্ক

১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩১ অপরাহ্ণ

গৃহস্থালী সামগ্রী ঘোষণায় বিদেশি ব্র্যান্ডের সিগারেটের চালান আটক করে ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছে  চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা। রবিবার রাতে এই তথ্য জানা গেছে।

 

কাস্টমস হাউস সূত্রে জানা গেছে পাবনার ইশ্বরদী এলাকার পাকশী ইপিজেড এলাকার ‘খেয়াটি লেদার ইনোভেশন বিডি লিমিটেডের’ নামে গৃহস্থালী সামগ্রী ঘোষণায় আমদানিকৃত পণ্যচালানে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেটের চালান আটক করেছে। থাইল্যান্ড থেকে আমদানিকৃত একটি ২০ ফুট কন্টেইনার কায়িক পরীক্ষা করে ৭৪০ কার্টন LAMER ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়, যা সংযুক্ত আরব আমিরাতে তৈরি।আটককৃত পণ্যচালানের শুল্কায়নযোগ্য মূল্য আনুমানিক ১.৫০ কোটি টাকা হিসেবে এর বিপরীতে মোট রাজস্বের পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। অর্থাৎ, আলোচ্য পণ্যচালানটিতে মিথ্যা ঘোষণায় প্রায় ৯ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা Audit, Investigation and Research (AIR) শাখার তৎপরতায় রোধ করা সম্ভব হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কমিশনারের নির্দেশে আলোচ্য আটককৃত পণ্যচালানের সাথে জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট