চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে দোকান উচ্ছেদ, ১৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১ ডিসেম্বর, ২০২৪ | ৭:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বায়েজিদ এলকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রবিবার সকালে চসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযান পরিচালনা করেন।

 

বায়েজিদ তৈয়বিয়া হাউজিং সোসাইটির রাস্তার উভয়পার্শ্বে অবৈধভাবে নির্মিত ১০টি দোকান উচ্ছেদ করে রাস্তার জায়গা দখলদার মুক্ত করা হয়। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করা এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট