২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে ডেঙ্গুতে নভেম্বর মাসে আক্রান্ত হয় ১ হাজার ২৮ জন। এছাড়া মাসে মারা গেছেন ১৬ জন। যা এ বছরের সর্বোচ্চ।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪ জনই সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি। এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৩ জন। এর মধ্যে নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত ছিল ১ হাজার ২৮ জন। এছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১ জনের। এর মধ্যে নভেম্বর মাসেই মারা গেছেন ১৬ জন।
পূর্বকোণ/আরআর/পারভেজ