পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের পঞ্চম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিভাগের ২৭তম ব্যাচের উদ্যোগে স্কুল অল্টারনেটিভের সৌজন্যে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী ছাড়াও পেশাগত নানা শ্রেণির অতিথিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকতা ও গণমাধ্যম শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের প্রতি তাদের আগ্রহ বাড়াতে এই উৎসব আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নূরুল আনোয়ার। দিনব্যাপী এ আয়োজনে, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও র্যাফেল ড্র’র অনুষ্ঠিত হয়।
সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত ক্যারিয়ার টক সেশনে বক্তব্য রাখেন দৈনিক সমকালের আঞ্চলিক সম্পাদক ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার সুমন, চসিক জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ, ইপসার সহকারী পরিচালক মোহাম্মদ আলি শাহিন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জুয়েল দাশ।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, প্রভাষক আকিব উল ওয়াদুদ আলম, সহকারী প্রক্টর ও প্রভাষক তাসলিমা আক্তার ইরিন, বিভাগের প্রাক্তন শিক্ষক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক টিপু সুলতান।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির লেকচারার ও চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমি, সহকারী প্রক্টর ও প্রভাষক সারোয়ার কামাল, স্কুল অল্টারনেটিভের চিফ মার্কেটিং অফিসার সায়েদ মুরাদ, সমগ্র বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহিদুল ইসলাম নকিব, আর্টের চেয়ারম্যান মামুন চৌধুরী, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনর চেয়ারম্যান মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোর্টস এসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব, আরডিএম গ্রুপের চেয়ারম্যান রাকিবুল আলম চৌধুরী, এসপাইরিং বাংলাশের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সাদাত রহমান চৌধুরী, ডেলটা ইমিগ্রেশন এর সিইও মোহাম্মদ আলমগীর প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
পূর্বকোণ/ইব