চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাস্টমস নিলামে কর্মযজ্ঞ

একমাসে নতুন ৬২৫ কনটেইনার পণ্যের ইনভেন্ট্রির রিপোর্ট জমা

নিজস্ব প্রতিবেদক

১ ডিসেম্বর, ২০২৪ | ১২:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে দীর্ঘদিন পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার সরিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখা। নিয়মিত কাজের পাশপাশি পণ্যের ইনভেন্ট্রির বিশেষ ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এক মাসের ব্যবধানে ৬২৫ কনটেইনার পণ্য ইনভেন্ট্রি করে রিপোর্ট জমা দিয়েছে নিলাম শাখার দায়িত্বরত কর্মকর্তারা।

 

কাস্টমস সূত্র জানায়, ৯টি আলাদা টিম গত ২২ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ৬২৫ কনটেইনারের ২৬৭ লট পণ্য ইনভেন্ট্রি করে রিপোর্ট জমা দিয়েছে। টিমগুলোকে ৯৫১ কনটেইনারের ৩৮২ লট পণ্যের ইনডেন্ট দেওয়া হয়েছে। রিপোর্ট জমা দেওয়া ছাড়াও ওই টিমের হাতে এখনো ৩২৬ কনটেইনারের ১১৫ লট পণ্য রয়েছে।

 

এ প্রসঙ্গে কাস্টমস কর্মকর্তারা জানান, সম্প্রতি এনবিআর চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে নিলামযোগ্য কনটেইনার দ্রুত অপসারণের বিষয়ে দিক নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় কাস্টমসের নিলাম শাখায় মহা কর্মযজ্ঞ চলছে। বিশেষ ক্রাশ প্রোগ্রাম নিয়ে বন্দরে পড়ে থাকা কনটেইনার পণ্যের দ্রুত ইনভেন্ট্রি করা হচ্ছে। আশা করা যায় দ্রুত নিলামে তুলে পণ্যগুলো বিক্রি করে কনটেইনার ও বন্দরের জায়গা খালি করা যাবে।

 

এ প্রসঙ্গে কাস্টমসের কাজে সহায়তাকারী প্রতিষ্ঠান কে এম কর্পোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ পূর্বকোণকে বলেন, চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ ক্রাশ প্রোগ্রাম নিয়ে ৯টি টিমে মোট ৯৫১ কনটেইনার পণ্যের ইনভেন্ট্রি শুরু করেছে। আমাদের পক্ষ থেকে সব রকম লজিস্টিক সাপোর্ট দিয়ে সহায়তা করা হচ্ছে। দ্রুতই স্বল্প সময়ে বাকি কাজও শেষ কবে। আমরা আশা রাখি সফল এই কার্যক্রমের মাধ্যমে সরকারের রাজস্ব আয় আগের চেয়ে আরো বৃদ্ধি পাবে।

 

উল্লেখ্য, চলমান কাজের পাশাপাশি সম্প্রতি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশে বন্দরের কনটেইনার জট নিরসনে কোয়ারেন্টাইন ছাড়পত্র না পাওয়ায় নিলামে বিক্রি হয়নি এমন ২১ কনটেইনার ধ্বংসযোগ্য পণ্য ধ্বংস কমিটির তত্ত্বাবধানে ধ্বংস কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। যার লজিস্টিক সাপোর্ট দেয় সরকারি নিলাম কার্যক্রম পরিচালনাকরী প্রতিষ্ঠান কে এম কর্পোরেশন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট