চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম আদালতে চিন্ময়কাণ্ডে পুলিশের কাজে বাধা, বাকলিয়ায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৪ | ৪:১৬ অপরাহ্ণ

ইসকনের বহিষ্কৃত নেতা ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার মৃত সুনিল ধরের ছেলে বাবলা ধর (৪২), আশিয়া হিন্দুপাড়া এলাকার দুলাল শীলের ছেলে সজল শীল (৪০) দুর্লভ দাস।

 

পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট